দেশের প্রথম ডিজিটাল নগর সিলেটের আত্মপ্রকাশ

প্রথমবারের মতো ফ্রি ওয়াইফাই চালু হল সিলেটে। বাংলাদেশের প্রথম ডিজিটাল নগর হিসেবে সিলেটের ১২৬টি গুরুত্বপূর্ণ এক্সেস পয়েন্টে এ সেবা দেয়া হচ্ছে। যার ইউজার নেম, ডিজিটাল বাংলাদেশ। এর পাসওয়ার্ড ব্যবহার করা হচ্ছে দেশের জাতীয় স্লোগানের নামানুসারে ‘জয় বাংলা’।

নগরবাসীসহ সব পর্যটকরাও বিনামূল্যে এ সুবিধা ভোগ করতে পারবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ এর উদ্যোগ আরো কয়েকধাপ এগিয়ে নিতে ২০১৭ সালে পাইলট প্রকল্প হিসেবে দেশের প্রথম ডিজিটাল সিলেট সিটি প্রকল্প হাতে নেওয়া হয়। ‘ডিজিটাল সিলেট সিটি প্রকল্প’ এর আওতায় নগরীর ৬২টি এলাকায় ১২৬টি এক্সেস পয়েন্টের (এপি) মাধ্যমে এ সেবা চালু করা হয়েছে। এখানে প্রতি সেকেন্ডে এক্সেস পয়েন্টের চতুর্দিকে ১০০ মিটার এলাকায় ব্যান্ডউইথ থাকবে ১০ মেগাবাইট। ইতোমধ্যে এ প্রকল্পের অধীনে নগরীর ৫০টি গুরুত্বপূর্ণ স্থানে ৩৬০ ডিগ্রি জুমিং সুবিধাসম্পন্ন আইপি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

House 57, Road-8, Block-D, Niketon, Gulshan-1, Dhaka, Bangladesh, ফোন: ৮৮ - ০১৯৭৪৫৫০০৯১