ঈদের ছুটিতে ২৪ ঘণ্টা কারফিউ সৌদি আরবে

সৌদি আরবে আসন্ন ঈদুল ফিতরের পাঁচ দিনের সময়ে ২৪ ঘণ্টা কারফিউ জারি করেছে দেশটির সরকার।

করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে মঙ্গলবার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এমনটি বলা হয়।

সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, ঈদের আগ পর্যন্ত সৌদিতে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সকল অর্থনৈতিক কর্মকাণ্ড চালু রাখা যাবে। তবে পবিত্র মক্কা নগরী এবং এর আশপাশের এলাকাগুলোতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারফিউ জারি থাকবে বলে সৌদি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

সৌদি আরবে গতকাল মঙ্গলবার করোনা ভাইরাসে রেকর্ড ১৫ হাজার ২৫৭ জন আক্রান্ত হয়েছেন । দেশটিতে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৯২৫ জন। মারা গেছেন ২৬৪ জন।

House 57, Road-8, Block-D, Niketon, Gulshan-1, Dhaka, Bangladesh, ফোন: ৮৮ - ০১৯৭৪৫৫০০৯১