গত পাকিস্তান সিরিজে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে বাংলাদেশ দলের ড্রেসিংরুমে প্রবেশের সুযোগ মেলে তরুণ বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের। প্রথমদিকে জড়তা ও সিনিয়রদের সম্মান দেখিয়ে ড্রেসিংরুমের সোফাতেই বসতেন না তিনি। পরবর্তীতে অবশ্য করেছেন দুর্দান্ত সাহসের কাণ্ড!
এ সম্পর্কে মুস্তাফিজুর বলেন, ‘প্রথমদিকে আমি কখনোই ড্রেসিংরুমের সোফাতে বসতাম না। একটা চেয়ার ছিল, ওটাতেই গিয়ে বসতাম। সবাই জিজ্ঞাসা করতো আমি কেন এমন করতাম। সোফা খালি থাকলে তারা আমাকে সেখানে বসতে বলতো।’
মুস্তাফিজুর আরো বলেন, ‘ড্রেসিংরুমে একটা ‘কুফা’ জায়গা আছে, যেখানে কেউ বসে না। ঐ জায়গাটাকেই আমি নিজের জায়গা বানানোর সিদ্ধান্ত নিয়েছি। আমি জানিনা ঐ জায়গাকে কেন কুফা বলা হয়, সিনিয়ররা এটা বলে। এটা জানার পরেও আমি লিটন আর জুবায়েরকে নিয়ে ঐখানেই বসি। মনে মনে বলেছিলাম, দেখি এই জায়গার ভাগ্যটা পরিবর্তন করতে পারি কি না!’
তার আবির্ভাবের পর বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজ হেরেছে ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো দলও! তাই মুস্তাফিজুর যে সেই কুফা কাটাতে পেরেছেন এ কথা তো এখন বলাই যায়।