স্ত্রী ক্যাথিকে আরও সময় দিতেই ম্যানচেস্টার ইউনাইটেডের কোচিংয়ের চাকরি ছেড়েছিলেন বলে নিজেই তথ্য ফাঁস করলেন সাবেক ম্যানইউ কোচ অ্যালেক্স ফার্গুসন। ২৬ বছর যে দায়িত্ব সামলানোর পর দু’বছর আগে (২০১৩ সালে) হঠাৎ সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি।
ফার্গুসনের জায়গায় ডেভিড ময়েস আসলেও ১০ মাসের বেশি টেকেননি। ফার্গুসন বলেছেন পরপর তার স্ত্রীর যমজ বোন মারা গিয়েছিলেন ওই সময়। এ কারণেই স্ত্রীর পাশে থাকাটা জরুরি ছিল। না হলে তিনি ম্যানইউ কোচ হিসেবে কাজ চালিয়ে যেতেন। তবে ২০০২ সালেই নাকি ম্যানইউ’র কোচের দায়িত্ব ছেড়ে ফার্গুসন সরে যেতে চেয়েছিলেন। তখন তার স্ত্রীই বারণ করেন। দ্বিতীয়বার অবশ্য ফার্গিকে আর বাধা দেননি তিনি।