ফেদেরার ১১০০

পেশাদার কেরিয়ারে ১১০০তম ম্যাচ জিতলেন রজার ফেদেরার। হ্যালে জেরি ওয়েবার ওপেনের প্রথম রাউন্ডে জাপানের ইউচি সুগিতাকে ৬–৩, ৬–১ গেমে উড়িয়ে দেন এই সুইস তারকা।

ফেদেরারের নজিরের দিনে আবার বড় অঘটন লন্ডনে। কুইন্স ক্লাবে এগন চ্যাম্পিয়নশিপে প্রথম রাউন্ডেই ছিটকে গেলেন অ্যান্ডি মারে এবং স্ট্যানিসলাস ওয়ারিঙ্কা।

হ্যালে আর দুটি ম্যাচ জিতলেই ফেডেরার উইম্বলডনের প্রথম চার বাছাইয়ের মধ্যে চলে আসবেন। তাতে কোয়ার্টার ফাইনালে এড়াতে পারবেন মারে, জকোভিচ বা নাদালকে।

কুইন্স ক্লাবে শীর্ষবাছাই মারেকে ৭–৬, ৬–২ হারালেন ৯০ র‌্যাঙ্কিংয়ের অস্ট্রেলিয়ান জর্ডন থমসন। ফরাসি ওপেনে রানার্স ওয়ারিঙ্কাও ৬–৭, ৫–৭ গেমে হারলেন স্পেনের ফেলিসিয়ানো লোপেজের কাছে। বিশ্বের ৬ নম্বর মিলাস রাওনিচও ছিটকে গেছেন।–আজকাল।

House 57, Road-8, Block-D, Niketon, Gulshan-1, Dhaka, Bangladesh, ফোন: ৮৮ - ০১৯৭৪৫৫০০৯১