নরেন্দ্র মোদির দালাল বীরেন্দ্র শেওয়াগ!

শনিবার ভারতের উত্তর প্রদেশের গোরখপুরের সরকারি হাসপাতালে অক্সিজেনের অভাবে প্রাণ হারিয়েছে ষাটেরও বেশি শিশু।

সোশ্যাল মিডিয়ায় বরাবরই দেশাত্মবোধক পোস্ট করেন ভারতীয় জাতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার বীরেন্দ্র শেওয়াগ। সেনা জওয়ানদের একাধিক টুইটে কুর্নিশ করেছেন তিনি। দেশের বিভিন্ন ইস্যুতেই মুখ খোলেন তিনি।

তবে উত্তর প্রদেশের এই ভয়াবহ ঘটনায় শাসক দলকে দোষারোপের দিকে যাননি সেহওয়াগ। বরং তিনি লিখেছেন, নিষ্পাপ শিশুদের প্রাণ হারানোর ঘটনায় গভীরভাবে ব্যথিত। তবে এনকেফেলাইটিসে ৫০ হাজারেরও বেশি শিশুর মৃত্যু ঘটেছে।

দ্বিতীয় টুইটে তিনি লেখেন, ১৯৭৮ সালে প্রথম খবরে আসে সেই ঘটনা। ওই বছরেই আমি জন্মেছিলাম। এখনও আমরা একটি চেনাশোনা রোগের প্রকোপ থেকে শিশুদের রক্ষা করতে পারিনি।

অতীতের ঘটনা টেনে এনে গোরখপুরের ঘটনার অভিঘাতকে প্রশমিত করার এই প্রচেষ্টাই তীব্র বিতর্কের জন্ম দিয়েছে।

অনেকেই সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেন, সেহওয়াগ আসলে বিজেপি ও নরেন্দ্র মোদির 'দালাল'। বেশ কিছু মানুষ আবার সমালোচনা করে বলেছেন, শাসক দলকে সমালোচনা করার মতো শক্ত শিরদাঁড়া তার নেই।

House 57, Road-8, Block-D, Niketon, Gulshan-1, Dhaka, Bangladesh, ফোন: ৮৮ - ০১৯৭৪৫৫০০৯১