আগ্নেয়াস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ শুধু মানুষকেই দেওয়া হয়। এমনকি পুলিশের কুকুরও এ প্রশিক্ষণ পায় না। কিন্তু প্রশিক্ষণ না থাকলেও কানাডার পুলিশের এক কুকুর পিস্তল থেকে ঠিকই গুলি করে দিয়েছে।
ঘটনাটি ঘটে কানাডার অ্যালবার্টার চেস্টারমেয়ার এলাকায়। সেখানেই এক ব্যস্ত রাস্তায় পাশে গাড়ি পার্কিংয়ে দুই ব্যক্তি অন্য একজনকে আঘাত করছিল এবং পিস্তল নিয়ে গুলি করতে উদ্যত হয়েছিল। এ সময় পুলিশকে খবর দেওয়া হয়।
রয়াল কানাডিয়ান মাউন্টেড পুলিশ অফিসারদের এ ঘটনার পর সেখানে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এ সময় পুলিশের কুকুরকে আগে পাঠানো হয়। আর পুলিশ গিয়ে সেই ঘটনায় সন্দেহভাজনদের কাছে পৌঁছায়।
ঘটনাস্থলে কুকুর ও পুলিশ দেখে অভিযুক্তরা অস্ত্র ফেলে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ কুকুর অস্ত্র পেয়ে তা থেকে গুলি করে দেয়।
পুলিশ জানিয়েছে, পিস্তলটি লোড করা এবং সেফটি ক্যাচ অন করা ছিল। ফলে কুকুরটি তা নাড়াচাড়া করার সময় গুলি করে দেয়। তবে এ ঘটনায় কুকুর ও প্রত্যক্ষদর্শী কেউ আহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।