মিউজিক স্ট্রিমিং সার্ভিস ‘গ্রুভ’ বন্ধ করে দিচ্ছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। চলতি বছরের ৩১ ডিসেম্বরের পর থেকে আর সার্ভিসটি পাওয়া যাবে না।
এরপর থেকে কোনো গ্রাহক আর মিউজিক কিনতে বা ডাউনলোড করতে এবং স্ট্রিমিং সাবস্ক্রিপশ করতে পারবেন না। এই সময়ের মধ্যে গ্রুভ গ্রাহকে স্পটিফাই মিউজিকে স্থানান্তর হওয়ার জন্য বলেছে প্রতিষ্ঠানটি। স্পটিফাইয়ে ৬০ দিনের একটি ফ্রি সাবস্ক্রিপশন অফার চালু করা হচ্ছে।
প্রতিষ্ঠানটি অবশ্য একটি ভারো মিউজিক পরিসেবা তৈরির জন্য জনপ্রিয় সব সার্ভিসের সঙ্গে প্রতিযোগিতায় লড়াই করার কথা বলেছে। সেক্ষত্রে তারা স্পটিফাই, গুগলের প্লে মিউজিক এবং অ্যাপলের আইটিউনসের সঙ্গে লড়তে হচ্ছে।