শিল্পী শিমুল মুস্তাফার একক আবৃত্তি সন্ধ্যা ২২ ডিসেম্বর

বিশিষ্ট আবৃত্তি শিল্পী শিমুল মুস্তাফার অষ্টম একক আবৃত্তি সন্ধ্যা আগামী ২২ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে অনুষ্ঠিত হবে। অন্যান্য বারের মতো এবারও অনুষ্ঠানের আয়োজন করছে বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমি। বাসস সূত্রে এই তথ্য জানা যায়।

অন্যান্য বারের মতো এবারও শিল্পীর এই অনুষ্ঠানের শিরোনাম হচ্ছে ‘আপস করিনি কখনই আমি এই হলো ইতিহাস।’ এতে শিল্পী শিমুল মুস্তাফা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের ওপর ৭১টি কবিতা আবৃত্তি করবেন। এতে থাকবে বাংলা সাহিত্যের খ্যাতিমান ও বিশিষ্ট কবিদের কবিতা।

বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমির সমন্বয়কারী অলি আহমেদ পল্লব এ বিষয়ে বলেন বলেন, অনুষ্ঠানে ২৫টি কবিতা আবৃত্তির পর ‘সবকটা জানালা খুলে দাওনা’ গানের সঙ্গে ১৯৭১টি মোমবাতি প্রজ্বলনের মধ্যদিয়ে স্মরণ করা হবে মহান মুক্তিযুদ্ধের অমর শহীদদের। অনুষ্ঠানে শিল্পী উপস্থিত দর্শকদের অনুরোধের কবিতাও পরিবেশন করবেন।

রবীন্দ্র সরোবরে এই অনুষ্ঠান শুরু হবে ২২ ডিসেম্বর বিকেল সাড়ে চারটায়। অনুষ্ঠানটি দর্শক-স্রোতাদের জন্য উন্মুক্ত থাকবে।

House 57, Road-8, Block-D, Niketon, Gulshan-1, Dhaka, Bangladesh, ফোন: ৮৮ - ০১৯৭৪৫৫০০৯১