বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার হাজিরায় যাওয়ার পথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক রাধেশ্যাম বিশ্বাস রাজেকে গ্রেফতার করায় প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছে শাখা ছাত্রদল।
বুধবার সংগঠনটির সভাপতি সোহেল রানা ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ প্রতিবাদের কথা জানান।
প্রতিবাদে তারা বলেন, ‘গ্রেফতার, হামলা ও মামলা দিয়ে গণতন্ত্র উদ্ধারের সৈনিকদের কেউ কোনদিন থামিয়ে রাখতে পারেনি, বর্তমান সরকারও পারবে না।’
এর আগে মঙ্গলবার হাইকোর্ট সংলগ্ন এলাকা থেকে শাহবাগ থানা পুলিশ তাকে গ্রেফতারের পর বুধবার কোর্টে প্রেরণ করেছে।