রাস্তার ফুটপাতে হলুদ লাইন থাকে কেন?

ফুটপাতে হাঁটার ক্ষেত্রে অনেক সময় হলুদ একটি লাইন দেখা যায়। দুই পাশে একই রঙের থাকলেও মাঝে দিয়ে হলুদ লাইন টানা হয়। এর কারণ হয়তো আমরা অনেকেই জানিনা।

এই ফুটপাত দৃষ্টিপ্রতিবন্ধী বান্ধব। এই হলুদ টাইলসে সোজা স্ট্রাইপ থাকে এবং একটু উচু। একজন দৃষ্টি প্রতিবন্ধী সহজেই পা ফেলে সোজা বরাবর হেটে যেতে পারবে।

আবার দেখা যায়, ফুটপাত যেখানে ঢালু হয়েছে, সেখানে একটা টাইলসে ছয়টি গোলাকার বৃত্ত। পা ফেললে সহজেই বুঝা যায় এখানে ফুটপাত নেমে গেছে।

House 57, Road-8, Block-D, Niketon, Gulshan-1, Dhaka, Bangladesh, ফোন: ৮৮ - ০১৯৭৪৫৫০০৯১