আলিয়া ভাট এবং ভিকি কুশলের স্পাই-থ্রিলারধর্মী সিনেমা 'রাজি' গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে। আর মুক্তির প্রথমদিনে ৭.৫৩ কোটি রুপি আয় করেছে 'রাজি'।
আজ তরুণ আদর্শ টুইটে জানিয়েছেন, উদ্বোধনী দিনে 'রাজি' আয় করেছে ৭.৫৩ কোটি রুপি। চলতি বছর মুক্তিপ্রাপ্ত বলিউড সিনেমারগুলোর প্রথমদিনের আয়ের দিক থেকে এটি পঞ্চম স্থানে রয়েছে। সিনেমাটির আগের স্থানে রয়েছে বাঘি-টু, পদ্মাবত, রেইড ও প্যাডম্যান।
১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপট নিয়ে নির্মিত হয়েছে এই সিনেমা। এতে আলিয়া ভাট সাহসী ভারতীয় গুপ্তচরের ভূমিকায় অভিনয় করেছেন, যার জন্মস্থান কাশ্মীর এবং পরবর্তীতে পাকিস্তানের এক সেনা কর্মকর্তার সঙ্গে তার বিয়ে হয়। এই সেনা কর্মকর্তার ভূমিকায় রয়েছেন ভিকি কৌশল। সিনেমাটির জন্য বেশ প্রশংসা পাচ্ছেন আলিয়া। অনেকেই বলছেন এটিই এ অভিনেত্রীর এখন পর্যন্ত সেরা অভিনয়।