গাড়ি চালানোর অনুমতি পাওয়ার পর এবার বিমান চালানোর অনুমতি পাচ্ছেন সৌদি আরবের নারীরা। দেশটির একটি 'ফ্লাইট স্কুল' নারীদের বিমান চালানোর প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে।
'অক্সফোর্ড এভিয়েশন একাডেমি' নামে সৌদি আরবের একটি ফ্লাইট স্কুল দেশটির নারীদের প্লেন চালানোর প্রশিক্ষণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে। একাডেমিটির দাম্মাম শাখায় আগামী সেপ্টেম্বর থেকে এ প্রশিক্ষণ শুরু হবে বলে জানানো হয়েছে।
ইতোমধ্যেই একাডেমিটি পাইলট হতে ইচ্ছুক সৌদি নারীদের কয়েকশ আবেদন পেয়েছেন বলে জানিয়েছেন। কর্মকর্তারা জানান, এ একাডেমিতে নারী ও পুরুষ উভয়কেই প্রশিক্ষণ দেওয়া হবে। সৌদি আরবের নাগরিক কিংবা বিদেশি সবাই এখানে প্রশিক্ষণ নিতে পারবেন।
এর আগে, সৌদি আরবে ২০১৪ সালেই হানাদি আল-হিনদি নামে এক নারীকে বিমান চালানোর লাইসেন্স দেওয়া হয়েছিল। তিনি সৌদি প্রিন্স আলওয়ালিদ বিন তালালের মালিকানাধীন হোল্ডিং কোম্পানির নিজস্ব প্লেন চালাতেন।