চট্টগ্রামে বাসকে ট্রেনের ধাক্কা, নিহত ১

চট্টগ্রামের মিরসরাইয়ে রেলক্রসিংয়ে উঠে পড়া বাসে ট্রেনের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ সময়  আহত হয়েছেন আরো ২২ জন বাসযাত্রী।

আজ রোববার ভোররাত সাড়ে ৩টার দিকে মিরসরাইয়ের বারৈয়ারহাট রেলক্রসিং গেটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সুনীল চাকমা (৬০)। তার বাড়ি খাগড়াছড়ির মধুপুর গ্রামে। সুনীল চাকমা খাগড়াছড়ি ডিসি অফিসের অফিস সহকারী ছিলেন।

সকালে চট্টগ্রাম রেলওয়ে পুলিশের (জিআরপি) পরিদর্শক দেলোয়ার হোসেন জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেনটি বারৈয়ারহাট রেলক্রসিং গেটে একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই ১ যাত্রী নিহত হন।

আহত হন ২২ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা গিয়ে হতাহতদের উদ্ধার করেন। পরিদর্শক আরো জানান, ওই রেলক্রসিংয়ে কোনো গেটম্যান ছিল না। এ ঘটনার পর প্রায় দুই ঘণ্টা চট্টগ্রামের সঙ্গে সারা দেশের যোগাযোগ বন্ধ ছিল।

আহতদের মধ্যে ৮ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

House 57, Road-8, Block-D, Niketon, Gulshan-1, Dhaka, Bangladesh, ফোন: ৮৮ - ০১৯৭৪৫৫০০৯১