চীনের স্যাংপো নদীর পানি ছেড়ে দেয়ার ফলে ভারতের অরুণাচল ও আসামে যে পানির চাপ বেড়েছে তাতে বাংলাদেশের অংশে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
বৃহস্পতিবার সন্ধ্যায় একথা জানান নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া।
তিনি বলেন, ‘অরুণাচল হয়ে যখন নদীটা নিচের দিকে আসামের দিকে চলে আসলো, তখনই নদীটা পড়ে গেল এবং বিরাট জায়গায় পানি ছড়িয়ে পড়লো। তখন সেটির আর নিচের দিকে ক্ষতিকর কোনো প্রভাব নিয়ে নামার আশঙ্কা তখন কমে যায়।’
তিনি আরও বলেন, ‘এই ধারণাটা আসলে অরুণাচল এবং চীনের মধ্যেই সীমাবদ্ধ, সেটা আসামেও ইফেক্ট করেনি এবং আসামে যদি না করে তাহলে বাংলাদেশেও সেটি আসার আশঙ্কা নাই বললেই চলে।’
সূত্র: সময় সংবাদ