সিডনী উপকূলে ইয়ট ডুবে নিহত ১

অস্ট্রেলিয়ার সিডনির দক্ষিণাঞ্চলীয় উপকূলের অদূরে সোমবার ভোরে একটি ইয়ট ডুবে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। খবর সিনহুয়া’র।

স্থানীয় সময় ভোর পাঁচটার আগে বোট হার্বার থেকে বৈরি আবহাওয়ার মধ্যেই ইয়টটি যাত্রা শুরু করে। জলযানটি ডুবে যাওয়ার পর এক নারী উত্তর ঢেউয়ের মধ্যেই প্রাণ বাঁচাতে সাঁতরে তীরে পৌঁছেছে।

এনএসডব্লিউ পুলিশের ভারপ্রাপ্ত পরিদর্শক মেলিসা থম্পসন বলেন, ‘ইয়টটি উপকূলের ২০ থেকে ৩০ মিটার দূরে ডুবে যাওয়ার পরও তিনি তীরে পৌঁছাতে সক্ষম হয়েছেন।’

পরে, লোকটিকে উদ্ধারের পর তিনি মারা যান।

House 57, Road-8, Block-D, Niketon, Gulshan-1, Dhaka, Bangladesh, ফোন: ৮৮ - ০১৯৭৪৫৫০০৯১