হাইতিতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৭

হাইতির উত্তরপশ্চিমাঞ্চলে ভূমিকম্পে সপ্তাহান্তে মৃতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় প্রায় ৩৫০ জন আহত হয়।

গতকাল মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় একথা জানায়। ভূমিকম্পটির উৎপত্তিস্থলের সবচেয়ে কাছের প্রধান শহর পোর্ট-ডি-প্যাইক্সে নয় জন প্রাণ হারিয়েছে।

মন্ত্রণালয় জানায়, উৎপত্তিস্থল থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থিত গ্রোস-মোর্নেতে সাত জন ও সেইন্ট-লুইস ডু নোর্ডে একজন মারা গেছে।

ভূমিকম্প দুর্গত এলাকায় মোতায়েন জরুরি কর্মীরা জানান, ৫.৯ মাত্রার এই ভূমিকম্পে ৭ হাজার ৮শ’ বাড়িঘর ধ্বংস বা ক্ষতিগ্রস্থ হয়েছে।

দেশটির নর্ড ওউয়েস্ট বিভাগ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পে রাস্তাঘাট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এখানকার অধিকাংশ এলাকার মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এখানে পোর্ট-ডি-প্যাইক্স অবস্থিত।

House 57, Road-8, Block-D, Niketon, Gulshan-1, Dhaka, Bangladesh, ফোন: ৮৮ - ০১৯৭৪৫৫০০৯১