মিরসরাইয়ে ট্রাকের ধাক্কায় চালকসহ নিহত ২

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বড়তাকিয়া এলাকায় ট্রাকের ধাক্কায় অপর ট্রাকের চালক ও সহকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক সহকারী।

আজ মঙ্গলবার ভোর রাতে মিরসরাই উপজেলার বড়তাকিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- একটি ট্রাক চালক মো. জাহাঙ্গীর (৩৫) এবং তার সহকারী আব্দুর রশিদ (৩৫)।

মিরসরাইয়ে ফায়ার সার্ভিসের পরিদর্শক রবিউল আজম জানান, বড়তাকিয় বাজার এলাকায় বালুবাহী একটি ট্রাক রাস্তার পাশে থামিয়ে চালক গাড়ি থেকে নামেন। এ সময় দ্রুতগামী আরেকটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। তাতে পেছনের ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং তিনজন ভেতরে আটকে পড়ে।

ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে চালক ও সহকারীকে মৃত অবস্থায় বের করে আনেন। বদরুল (৪০) নামে আরেকজনকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

House 57, Road-8, Block-D, Niketon, Gulshan-1, Dhaka, Bangladesh, ফোন: ৮৮ - ০১৯৭৪৫৫০০৯১