একজন লেগ স্পিনারের হাহাকার বাংলাদেশের অনেক দিনের। সেই লেগী খোঁজে বিসিবি নিয়েছে বেশ কিছু পদক্ষেপ। তারই ধারাবাহিতায় এইবারের এনসিএলে প্রতি দলে লেগ স্পিনার খেলানোর নির্দেশ দেয় বিসিবি প্রধান।
কিন্তু ঢাকা মেট্রো ও রংপুর দলের দুই লেগী জুবায়ের লিখন ও রিশাদ থাকা পরও দুই রাউন্ডের ম্যাচেই দলে না নেওয়ায় চটেছেন নাজমুল হাসান পাপন।
তাই গতকাল বৃহস্পতিবার বোর্ড আলোচনা শেষে দুই দলের কোচ জাহাঙ্গীর আলম ও মাসুদ পারভেজকে তলব করে বিসিবি। পরে শোনা যায় তাদের বরখাস্ত করেছে।
তাদের বদলি হিসাবে ঢাকার কোচের দায়িত্ব পালন করবে মুহাম্মদ সেলিম ও রংপুরের জাফরুল এহসান। বাকি খেলাগুলোতে তারাই দুই দলের কোচের ভূমিকা পালন করবে।