গত শুক্রবার মুক্তি পেয়েছে আয়ুষ্মান খুরানা অভিনীত ‘বালা’ ছবিটি।মুক্তির মাত্র তিন দিনে ছবিটি আয় করেছে ৪৪ কোটি টাকা।৫০ কোটির দুয়ারে কড়া নাড়ছে ‘বালা’ ছবিটি।
হিন্দুস্তান টাইমস প্রতিবেদনে জানিয়েছে, তিন দিনে ‘বালা’ সংগ্রহ করেছে ৪৩ কোটি রুপির বেশি। আগে যদিও বলা হয়েছিল ধীরে এগোচ্ছে ‘বালা’। মুক্তির দিন এ ছবি ভারতের বক্স অফিসে সংগ্রহ করে ১০ কোটি। দ্বিতীয় দিন ১৫ কোটি। আর তৃতীয় দিন ১৮ কোটি। প্রতিদিন বেড়েই চলেছে এই ছবির আয়।
চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ টুইটারে জানিয়েছেন, তিন দিনে ‘বালা’র সংগ্রহ ৪৩.৯৫ কোটি রুপি। তার হিসাবে-শুক্রবার ১০.১৫ কোটি, শনিবার ১৫.৭৩ কোটি, রোববার ১৮.০৭ কোটি; মোট সংগ্রহ ৪৩.৯৫ কোটি রুপি (ইন্ডিয়া বিজ)।