বঙ্গবন্ধু বিপিএলে ঢাকায় প্রথম পর্বের শেষ ম্যাচে সিলেট থান্ডারসকে ২৪ রানে হারিয়ে নিজেদের তৃতীয় ম্যাচে দ্বিতীয় জয় তুলে নিয়েছে ঢাকা প্লাটুন। দুই ম্যাচ থেকে ৪ পয়েন্ট ঝুলিতে পুরেছে তারা।
১৮২ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে সিলেট থান্ডারস। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে দলীয় ১৫৮ রানে ইনিংস শেষ করে সিলেট। ফলে ২৪ রানে হারতে হয় তাদের।
এর আগে টসে জিতে সিলেটের অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান মাশরাফির ঢাকাকে। ব্যাট করতে নামেন দুই ওপেনার তামিম ইকবাল ও আনামুল হক বিজয়। ৯.২ ওভারে দলীয় ৮৫ রানে দেলোওয়ার হোসেনের বলে ৩১ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন তামিম। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন আনামুল হক বিজয়। ৪২ বলে ৬২ রানের ইনিংস খেলে আউট হন বিজয়।
লরি ইভান্সের ২১, জাকের আলীর ২০, থিসারা পেরেরার ২২ আর ওয়াহার রিয়াজের ৭ বলে ১৭ রানের কল্যাণে, ৪ উইকেটে ১৮২ রানের শক্ত পুঁজি প্লাটুনের। ম্যান অব দ্য ম্যাচ হন আনামুল হক বিজয়।