এই ৪০ পাসওয়ার্ড ব্যবহার করা মানেই বিপদ

হ্যাকিংয়ের শিকার হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে দুর্বল পাসওয়ার্ড। প্রতিবছরেই সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো সাইবার আক্রমণ ও হ্যাকিংয়ের শিকার হওয়া বিভিন্ন অনলাইন অ্যাকাউন্ট বিশ্লেষণ করে দেখে। তাদেরও দাবি, সাইবার আক্রমণের শিকার হওয়ার মূল কারণই থাকে দুর্বল পাসওয়ার্ড ব্যবহারের বিষয়টি।

সহজে অনুমান করা যায় বা সহজে ভেঙে ফেলা যায় এমন পাসওয়ার্ড দীর্ঘদিন ধরেই ব্যবহার করেন অনেকে। ফলে অ্যাকাউন্ট হাতিয়ে নেওয়া সহজ হয়।

২০১৯ সালের সবচেয়ে ‘বিপজ্জনক’ এসব পাসওয়ার্ড এখনই ব্যবহার বন্ধ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। দেখে নিন ৪০টি বিপজ্জনক পাসওয়ার্ডের তালিকা:

123456, 123456789, password, 1234567, 12345678, 12345, iloveyou, 111111, 123123, abc 123, admin, 654321, 555555, lovely, 7777777, welcome, 888888, princess, dragon, password1, 666666, 333333, sunshine, liverpool, 777777, donald, freedom, football, charlie, letmein,  secret, aa 123456, 987654321, passw0 rd, bailey, nothing, shadow, 121212, biteme, ginger

House 57, Road-8, Block-D, Niketon, Gulshan-1, Dhaka, Bangladesh, ফোন: ৮৮ - ০১৯৭৪৫৫০০৯১