বেনাপোল সীমান্তে স্বর্ণের বার উদ্ধার

যশোরের বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের সদস্যরা ২ পিচ স্বর্ণের বার উদ্ধার করেছে । যার ওজন ৬২০ গ্রাম । শনিবার দুপুর সাড়ে ৩টার সময় নাভারন রেলষ্টেশন মোড় থেকে মালিকবিহীন অবস্থায় উদ্ধার করেন ।

বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার শহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাভারন ষ্টেশন মোড়ে ফল পট্টিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি লাল স্কুল ব্যাগের মধ্যে ২ পিচ স্বর্ণের বার মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে । যার ওজন ৬২০ গ্রাম । মূল্য ৩৪ লক্ষ ৭২ হাজার টাকা । বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায় ।

 

House 57, Road-8, Block-D, Niketon, Gulshan-1, Dhaka, Bangladesh, ফোন: ৮৮ - ০১৯৭৪৫৫০০৯১