সিঙ্গাপুরের পর এবার সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশি নাগরিক করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দেশটিতে দুজন নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানাচ্ছে আমিরাতের সংবাদ মাধ্যমগুলো।
নতুন আক্রান্ত দুজনের মধ্যে একজন বাংলাদেশি ও একজন ফিলিপাইনের বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে।
আক্রান্ত বাংলাদেশির বয়স ৩৯ বছর। এর আগে সিঙ্গাপুরে পাঁচজন বাংলাদেশির এ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়।
আমিরাতে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, কোনো নতুন রোগী আক্রান্ত হওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এটা যেন না ছড়ায় সেজন্য সব ধরনের সুরক্ষা ব্যবস্থা নেওয়া হচ্ছে জনগণের নিরাপত্তার জন্য।