চাঁপাইনবাবগঞ্জে ৫টি ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা থেকে পরিত্যক্ত অবস্থায় ৫টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ ফেব্রুয়ারী) দুপুরে ইসলামপুর ইউনিয়নের বাররশিয়া গোপিনাথপুর গ্রাম সংলগ্ন মরা নদীর তীর থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।

সদর থানার ইসলামপুর পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ পরিদর্শক ওমর খৈয়াম বলেন, শনিবার সকাল ৯টার দিকে গোপিনাথপুর গ্রাম সংলগ্ন মরা নদীর তীরে পানিতে অর্ধ ডোবানো একটি কালো কাপড়ের ব্যাগে লাল স্কচটেপ মোড়ানো পাঁচটি ককটেল দেখতে পান হাঁস চরাতে আসা গ্রামের এক নারী। ঘটনাটি জানাজানি হলে ইউপি চেয়ারম্যানেরর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ককটেলগুলো উদ্ধার করে।

ওমর খৈয়াম বলেন, কে বা কারা এ ঘটনায় জড়িত সে সম্পর্কে কিছু জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ বলেও জানান তিনি।

House 57, Road-8, Block-D, Niketon, Gulshan-1, Dhaka, Bangladesh, ফোন: ৮৮ - ০১৯৭৪৫৫০০৯১