বুবলী আমার সহশিল্পী, কেন কথা হবে না: শাকিব

বেশ কিছু দিন ধরে শোনা যাচ্ছে বুবলী নাকি অন্তঃসত্ত্বা। সন্তান প্রসবের জন্য ২৫ হাজার ডলার খরচ করে তাকে দেশের বাইরে পাঠিয়েছেন। দেশের শীর্ষস্থানীয় একটি গণমাধ্যমের এমন প্রশ্নে শাকিব খানের জবাব, কিছুই বলব না। কারণ যারা এ নিয়ে মাতামাতি করছেন, তারা গুজবটা ক্যাশ করতে চান, নিজেদের টিআরপি বাড়াতে চান। আমি যখন এটা নিয়ে কথা বলব, যারা গুজব রটাচ্ছেন তাদের পাত্তা দেওয়া হয়ে যাবে। সুতরাং যার যা ইচ্ছা, করতে থাকুক। দেখবেন, এক সময় আপনা-আপনি এই রটনা বন্ধ হয়ে গেছে।

‘বীর’ ছবিটি মুক্তির পর বুবলীর সঙ্গে আপনার কথা হয়েছে?
কেন কথা হবে না? বুবলীর সঙ্গে কথা হয়। তিনি আমার সহশিল্পী। আমার সঙ্গে ১১টি ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করেছেন বুবলী। কথা না বলার কী আছে!

House 57, Road-8, Block-D, Niketon, Gulshan-1, Dhaka, Bangladesh, ফোন: ৮৮ - ০১৯৭৪৫৫০০৯১