আজ ২১ মার্চ ‘বিশ্ব পুতুলনাট্য দিবস’। এমন কোনো জাতি-গোষ্ঠী-ধর্ম-বর্ণের মানুষ নেই, যারা শিশুর মুখে হাসি ফোটাতে হাতে পুতুল তুলে দেন না। ছেলে-মেয়ে সবারই শৈশবে পুতুল খেলার অভিজ্ঞতা রয়েছে।
২০০৩ সাল থেকে বিশ্ব পুতুলনাট্য সংস্থা দিবসটি পালন করে আসছে। ২০১৩ সাল থেকে বাংলাদেশে শিল্পকলা একাডেমির উদ্যোগে এ দিবসটি উদযাপিত হচ্ছে। তবে এ বছর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে দিবসটি উদযাপনে কোনো আয়োজন নেই।
জানা যায়, ভারতবর্ষ পুতুলনাট্যের আদিভূমি এবং বাংলাদেশে পুতুলনাট্যের ঐতিহ্য হাজার বছরের। এই শিল্প আঙ্গিক এ অঞ্চলে পরিচিতি পেয়েছে ‘পুতুলনাচ’ পরিভাষায়।
২০১৩ সালে ইন্দোনেশিয়ার জার্কাতায় শিল্পকলা একাডেমির উদ্যোগে ‘বাংলাদেশের গল্প’ শীর্ষক পুতুলনাট্য ওয়ার্ল্ড পাপেট কার্নিভালে অংশগ্রহণ করে অর্জন করেছে বেস্ট ট্র্যাডিশনাল মিউজিক্যাল পাপেট শো অ্যাওয়ার্ড।