বিশ্ব পুতুলনাট্য দিবস আজ

আজ ২১ মার্চ ‘বিশ্ব পুতুলনাট্য দিবস’। এমন কোনো জাতি-গোষ্ঠী-ধর্ম-বর্ণের মানুষ নেই, যারা শিশুর মুখে হাসি ফোটাতে হাতে পুতুল তুলে দেন না। ছেলে-মেয়ে সবারই শৈশবে পুতুল খেলার অভিজ্ঞতা রয়েছে।

২০০৩ সাল থেকে বিশ্ব পুতুলনাট্য সংস্থা দিবসটি পালন করে আসছে। ২০১৩ সাল থেকে বাংলাদেশে শিল্পকলা একাডেমির উদ্যোগে এ দিবসটি উদযাপিত হচ্ছে। তবে এ বছর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে দিবসটি উদযাপনে কোনো আয়োজন নেই।

জানা যায়, ভারতবর্ষ পুতুলনাট্যের আদিভূমি এবং বাংলাদেশে পুতুলনাট্যের ঐতিহ্য হাজার বছরের। এই শিল্প আঙ্গিক এ অঞ্চলে পরিচিতি পেয়েছে ‘পুতুলনাচ’ পরিভাষায়।

২০১৩ সালে ইন্দোনেশিয়ার জার্কাতায় শিল্পকলা একাডেমির উদ্যোগে ‘বাংলাদেশের গল্প’ শীর্ষক পুতুলনাট্য ওয়ার্ল্ড পাপেট কার্নিভালে অংশগ্রহণ করে অর্জন করেছে বেস্ট ট্র্যাডিশনাল মিউজিক্যাল পাপেট শো অ্যাওয়ার্ড।

House 57, Road-8, Block-D, Niketon, Gulshan-1, Dhaka, Bangladesh, ফোন: ৮৮ - ০১৯৭৪৫৫০০৯১