করোনা আক্রান্ত দিবালার সর্বশেষ অবস্থা

গত ২২ মার্চে নিজের ও বান্ধবীর কভিড-১৯ টেস্টে পজিটিভ রিপোর্ট আসার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান যুভেন্টাসের ফরোয়ার্ড পাওলো দিবালা। প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হওয়ার পর এখন কেমন আছেন আর্জেন্টিনার এই ফুটবলার।

ভক্তদের সেই খবর দিবালা নিজেই জানিয়েছেন, “এখন আমরা আরও ভালো বোধ করছি। কিন্তু দুই-তিন দিন আগেও আমি ভালো অনুভব করছিলাম না।” “আমরা নয় দিন আইসোলেশনে রয়েছি। আগামী ৩১ মার্চ আরেকদফা পরীক্ষা করার কথা ডাক্তার আমাদের বলেছিলেন। এই সময়ে মধ্যে তারা আমাদের বিশ্রামে থাকা এবং কিছু ভিটামিন নেওয়ার পরামর্শ দিয়েছিলেন।”

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্বের অনেক দেশের মতো ইতালির শীর্ষ লিগ সেরি আর খেলাও স্থগিত হয়ে রয়েছে।

House 57, Road-8, Block-D, Niketon, Gulshan-1, Dhaka, Bangladesh, ফোন: ৮৮ - ০১৯৭৪৫৫০০৯১