এ নিয়ে বিতর্কের কিছু দেখছি না-আলিয়া

ভারতে ২১ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। জরুরি সামগ্রী পাওয়া গেলেও তা কেনার জন্য মানুষ যাতে ভিড় না জমান সেদিকেও রাখা হয়েছে কড়া নজর। ফলে সাধারণ মানুষ থেকে তারকা, করোনা আতঙ্কে ঘরবন্দি প্রায় প্রত্যেকে।

এসবের মধ্যে ভাইরাল হলো রণবীর কাপুর ও আলিয়া ভাটের একটি ভিডিও।

যেখানে সোসাইটির মধ্যে হেঁটে বেড়াতে দেখা যাচ্ছে রণবীর কাপুর ও আলিয়া ভাটকে। লকডাউনের মাঝে যখন জিম বন্ধ, সেই সময় শারীরিক কসরতের জন্যই রণবীর-আলিয়া সোসাইটির মধ্যে হেঁটে বেড়াচ্ছেন বলে অনেকে মন্তব্য করতে শুরু করেন। এ নিয়ে বিতর্কের তোপে পড়েন তারা।

আলিয়া বলেন, ‘জরুরি কাজেই রণবীরের সঙ্গে বের হয়েছিলাম। সব কাজ তো আর একদিনে করে রাখা যায় না। বের হওয়াটা স্বাভাবিক। এ নিয়ে বিতর্কের কিছু দেখছি না।’

House 57, Road-8, Block-D, Niketon, Gulshan-1, Dhaka, Bangladesh, ফোন: ৮৮ - ০১৯৭৪৫৫০০৯১