আগামী নববর্ষের অপেক্ষায় মোনালিসা

করোনাভাইরাসে থমকে গেছে পুরো বিশ্ব। প্রতিদিন মানুষের মৃত্যুর সংখ্যা বাড়ছে। লকডাউনের কারণে সব কাজ বন্ধ। বাঙালির প্রাণের উৎসব বর্ষবরণ থমকে গেছে। যে দিনটিকে প্রাণের সাথে গেঁথে নিতে রাস্তায় বেরিয়ে পড়তো মানুষজন। রমনা বটমূল, চারুকলা, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এখন খা খা প্রান্তর।

তাইতো অভিনেত্রী ও মডেল মোনালিসা প্রবাস থেকে লিখেছেন, '১৪২৭ সালটি শুরু হচ্ছে একটি প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে। সবাই আমরা বাড়িতে থেকে নববর্ষকে বরণ করি প্রার্থনা করি, যেন পৃথিবী খুব দ্রুত আবার স্বাভাবিকতা ফিরে পায়। আশা রইল আগামী বছর আমরা আবার হাসি আনন্দে নববর্ষ উদযাপন করবো। ঘরে থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন, নিজে নিরাপদে থাকুন আর অন্যদের নিরাপদে রাখুন।'

House 57, Road-8, Block-D, Niketon, Gulshan-1, Dhaka, Bangladesh, ফোন: ৮৮ - ০১৯৭৪৫৫০০৯১