ময়মনসিংহে বাবাকে কুপিয়ে হত্যা করলো ছেলে

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ছেলের দায়ের কোপে আব্দুল খালেক (৬৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন।

শনিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলায় আছিম পাটুলী ইউনিয়নের চকপাটুলী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুপুরে ঘাতক ছেলে লিটন ওরফে মুল্লেকে (৩৫) আটক করেছে পুলিশ।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, ছেলেটা মাদকাসক্ত ও কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। তার সাথে বাবার সম্পর্ক ভালো ছিল না। সে কোনো কাজ না করে শুধু বাইরে ঘুরে বেড়াতো। সেজন্য তাকে প্রায়ই বকাবকি করতেন বাবা। এর জেরে সকাল ৯ টার দিকে বাড়িতে লিটন তার বাবাকে দা দিয়ে এলোপাথাড়ি কোপায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, হত্যার পরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ঘাতক ছেলে। পরে অভিযান চালিয়ে দুপুর ১২টার দিকে ভালুকা উপজেলা থেকে তাকে আটক করা হয়েছে। অন্যদিকে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।

House 57, Road-8, Block-D, Niketon, Gulshan-1, Dhaka, Bangladesh, ফোন: ৮৮ - ০১৯৭৪৫৫০০৯১