কোয়ারেন্টিনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

করোনা মহামারিতে আক্রান্ত হওয়ার ভয়ে স্বেচ্ছায় হোম কোয়ারেন্টিনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তান সেরি মুহিউদ্দিন ইয়াসিন। চলতি সপ্তাহে দেশটির প্রধানমন্ত্রীর দফতরের বৈঠকে এক কর্মকর্তার করোনা পজিটিভ হয়। এরপর তিনি কোয়ারেন্টাইনে যাওয়ার ঘোষণা দেন।

স্থানীয় সময় শুক্রবার (২২ মে) পারদানা পুত্রায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় অর্থ কাউন্সিলের সভা শেষে  প্রধানমন্ত্রী তান সেরি মুহিউদ্দিন ইয়াসিন কোয়ারেন্টাইনে যাওয়ার এ ঘোষণা দেন।

তিনি জানান, মঙ্গলবার পুত্রাজায়ায় মন্ত্রিপরিষদের বৈঠকে অংশ নেয়া একজন কর্মকর্তার কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছে। এ কারণে স্বাভাবিকভাবেই তার আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এজন্য শুক্রবার রাত থেকে আগামী দুই সপ্তাহের জন্য স্বেচ্ছায় হোম কোয়ারেন্টিনে যাচ্ছেন তিনি।

এছাড়া ওইদিন সভায় যারা অংশ নিয়েছেন তাদেরও করোনা টেস্ট করে ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টিনে যাওয়া নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন।

দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ১৩৭ জন। মারা গেছে ১১৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ৫ হাজার ৮৫৯ জন। সূত্র: এনডিটিভি

House 57, Road-8, Block-D, Niketon, Gulshan-1, Dhaka, Bangladesh, ফোন: ৮৮ - ০১৯৭৪৫৫০০৯১