মাস্কের আদলে পরোটা

ভারতের তামিলনাড়ুর মাদুরাইয়ের রেস্তোরাঁ মালিক কেএল কুমার মাস্কের আদলে পরোটা বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন। আর পাঁচজন সচেতন নাগরিকের মতো তিনিও করোনা নিয়ে যথেষ্ট সাবধান।

বিশেষজ্ঞদের পরামর্শ মতো তিনি আরও সাবধানে খাবার বিক্রি করছেন।কিন্তু তার নজরে আসে সাবধান মানুষের ভিড়ে কিছু সংখ্যক অসচেতন মানুষও রয়েছেন। যারা রেস্তোরাঁয় এসে আচমকা খাবার নেয়ার জন্য হাত বাড়িয়ে দিচ্ছেন। উর্ধ্বমুখী করোনা গ্রাফ দেখা সত্ত্বেও যারা পরিচ্ছন্নতা নিয়ে এতটুকুও চিন্তিত নন। হাজারবার বলে কোনও বদল আসেনি তাদের। তাই একটু অন্যরকম পদক্ষেপ নেন কেএল কুমার।

রেস্তোরাঁ মালিক ভাবেন খাবারের মাধ্যমে সকলের সচেতনতা বাড়ানোর চেষ্টা করবেন। সেই অনুযায়ী তিনি মাস্ক পরোটা, করোনা ভাইরাসের আকারের ধোসা তৈরি করতে শুরু করেন।

রেস্তোরাঁ মালিকের আশা, এই ধরনের খাবারদাবার দেখলে সাধারণ মানুষ হয়তো একটু সচেতন হবেন। আবার বৈপরীত্য সাধারণ মানুষের একঘেয়েমি কাটাবে বলেও মনে করেন তিনি।

House 57, Road-8, Block-D, Niketon, Gulshan-1, Dhaka, Bangladesh, ফোন: ৮৮ - ০১৯৭৪৫৫০০৯১