বেনাপোল সীমান্ত থেকে ফেন্সিডিলসহ আটক ২

বেনাপোলের বড়আঁচড়া সীমান্ত থেকে ২০০বোতল ফেনসিডিলসহ চিত্ত ঘোষ (২২) ও শিমুল (২৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (৬ আগষ্ট) ভোরে বড়আঁচড়া সীমান্ত থেকে তাদের আটক করা হয়। আটক চিত্ত ঘোষ বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের মুচি বাড়ি এলাকার শিবু ঘোষের ছেলে ও শিমুল একই গ্রামের আব্দুল মালেকের ছেলে।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল ক‍্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার লালমিয়া জানান, গোপন সংবাদে জানতে পারি মাদক পাচারকারীরা বিপুল পরিমাণ মাদকের চালান এনে বড়আঁচড়া সীমান্তে অপেক্ষা করছে। এমন সংবাদে নায়েক নুরুল ইসলামের নেতৃত্বে বেনাপোল ক্যাম্পের একটি টহলদল সেখানে অভিযান চালিয়ে চিত্ত ঘোষকে ১৫০ বোতল ফেনসিডিল ও শিমুল কে ৫০ বোতল ফেনসিডিল সহ আটক করা হয় ।তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

House 57, Road-8, Block-D, Niketon, Gulshan-1, Dhaka, Bangladesh, ফোন: ৮৮ - ০১৯৭৪৫৫০০৯১