চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা থেকে প্রায় ১ কোটি ৬০ লক্ষ টাকা মূল্যের ১ কেজি ৫৬০ গ্রাম হেরোইনসহ সিরাজুল ইসলাম(৪০) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার(৭’আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাগডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে সিরাজুলকে গ্রেফতার করা হয়। তিনি চাঁপাইনবাবগঞ্জ শহরের চাদলাই মহল্লার(১৪ নং ওয়ার্ড) মৃত.চাঁন মোহম্মদ এর ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্প কমান্ডার সিনিয়র এএসপি আজমল হোসেন অভিযানটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শীর্ষ মাদক ব্যবসায়ী সিরাজুলের বিরুদ্ধে সদর থানায় মামলা করা হবে।