উড়োজাহাজের পাখায় উঠে পায়চারি করলেন নারী যাত্রী

ভেতর খুব গরম! আর তাই সকলকে অবাক করে বাইরের হাওয়া খেতে উড়োজাহাজের আপৎকালীন দরজা খুলে ফেলেন এক নারী যাত্রী। পরে বেরিয়ে এসে উড়োজাহাজের পাখায় পায়চারিও করেছেন ওই নারী ।

জানা গেছে, তুরস্ক থেকে কিয়েভের বোরিসপিল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ বিমান। ওই বিমানেই ছিলেন ওই ইউক্রেনের নারী যাত্রী। তার দাবি, উড়োজাহাজের ভেতর প্রচণ্ড গরম। এতটাই গরম যে ভেতরে থাকতে পারছিলেন না তিনি। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে আপৎকালীন দরজা খুলে উড়োজাহাজের পাখায় হাঁটতে শুরু করেন তিনি।

যাত্রীর এমন কাণ্ড দেখে হতবাক প্রায় সকলেই। ওই নারীর এক সহযাত্রী বলেন, গরম লাগছে সেকথা বলেছিলেন তিনি। এমন কথা বলতে বলতেই আপৎকালীন জানলা খুলে ফেলেন। উড়োজাহাজ থামামাত্রই পাখায় উঠে পায়চারি করতে থাকেন। 

এদিকে এমন কাণ্ডের ভিডিও করেছেন অনেকেই। তা ভাইরালও হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স ওই নারীকে কালো তালিকাভুক্ত করেছে।

House 57, Road-8, Block-D, Niketon, Gulshan-1, Dhaka, Bangladesh, ফোন: ৮৮ - ০১৯৭৪৫৫০০৯১