করোনার ভয়াবহতা না কমলেও অসচেতন হয়ে পড়েছে মানুষ। এতে করে বিশ্বব্যাপী করোনার দ্বিতীয় ঢেউয়ের সতর্কবার্তা দিচ্ছেন বিশেষজ্ঞরা। তারপরেও মাস্ক পরতে অনীহা দেখাচ্ছেন অনেকে। এ জন্য অদ্ভুত এক শাস্তির ব্যবস্থা করেছে ইন্দোনেশিয়া।
দেশটিতে মাস্ক না পরার অপরাধে লোকজনকে কবর খোঁড়ার শাস্তি দেওয়া হলো। তাদেরই কবর খুঁড়তে দেওয়া হয়েছে যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
ডেইলি মেইলের রিপোর্টে বলা হয়, ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে মাস্ক না পরার জন্য ৮ ব্যক্তিকে কবর খোঁড়ার শাস্তি দেওয়া হয়। তবে শাস্তিপ্রাপ্ত লোকেরা শেষকৃত্যের কাজে অংশ নেয়নি।
কর্তৃপক্ষ মনে করছে, এই ধরনের শাস্তি অন্যদের মধ্যে মাস্ক না পরা ব্যক্তিদের মধ্যে ভয় তৈরি করবে। তাতে তারা মাস্ক পরতে পারেন।
ইন্দোনেশিয়ায় এখন পর্যন্ত দুই লাখ ২১ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৮ হাজার ৮৪১ জন।