নতুন র্যাংকিং প্রকাশ করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তালিকার শীর্ষ ৫টি দল অপরিবর্তিতই আছে।যথারীতি র্যাংকিংয়ের শীর্ষে আছে ইউরোপিয়ান দেশ বেলজিয়াম। ২-এ আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। এরপরই যথাক্রমে ব্রাজিল, ইংল্যান্ড ও পর্তুগাল। ১ ধাপ এগিয়ে তালিকার ৬-এ উঠে এসেছে স্পেন। ফলে একধাপ পিছিয়ে তালিকার পরের অবস্থানে উরুগুয়ে। আগের অবস্থানেই আছে বাংলাদেশ।
বিশ্বকাপ বাছাইয়ে পরপর ২ ম্যাচে জয় পাওয়ার পুরষ্কার পেয়েছেন লিওনেল মেসিরা। তালিকার ৮-এ অবস্থান তাদের। এক ধাপ পিছিয়ে ক্রোয়েশিয়া আছে ৯-এ। আর শীর্ষ দশের সবশেষ দল ল্যাতিন অ্যামেরিকান দেশ কলম্বিয়া। জায়ান্ট দলগুলোর মধ্যে ইতালি আছে র্যাংকিংয়ের ১২ নম্বরে, ৪ বারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি আছে ১৪-তে। এশিয়ার একমাত্র দেশ হিসেবে শীর্ষ ৩০-এ আছে জাপান। তাদের অবস্থান র্যাংকিংয়ের ২৭ নম্বরে।দীর্ঘদিন আন্তর্জাতিক ফুটবলের বাইরে থাকা বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত। আগের ১৮৭তম অবস্থানেই আছে জেমি ডে বাহিনী।
ফিফা র্যাংকিংয়ে সেরা দশ দল (২২ অক্টোবরের আপডেট)
১- বেলজিয়াম - ১৭৬৫ পয়েন্ট
২- ফ্রান্স - ১৭৫২ পয়েন্ট
৩- ব্রাজিল - ১৭২৫ পয়েন্ট
৪- ইংল্যান্ড - ১৬৬৯ পয়েন্ট
৫- পর্তুগাল - ১৬৬১ পয়েন্ট
৬- স্পেন - ১৬৩৯ পয়েন্ট
৭- উরুগুয়ে - ১৬৩৭ পয়েন্ট
৮- আর্জেন্টিনা - ১৬৩৬ পয়েন্ট
৯- ক্রোয়েশিয়া - ১৬৩৪ পয়েন্ট
১০- কলম্বিয়া - ১৬৩১ পয়েন্ট