ফেনীতে দাগনভূঞায় বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

ফেনীর দাগনভূঞার বসুরহাট রোডে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

নিহতরা হচ্ছেন, সিরাজগঞ্জ সদর উপজেলার ফুলবাড়ি গ্রামের মোহম্মদ সোলাইমানের ছেলে মোহাম্মদ জাকারিয়া। নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার নবাবপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে আইনুল হক। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দাগনভূঞা বসুরহাট রোডে নোয়াখালী থেকে আসা একটি ড্রিম লাইন বাসের সঙ্গে বিপরীত দিক ফেনী থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত হন তিনজন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে উন্নত চিকিৎসার জন্য ফেনীর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানেও তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে

House 57, Road-8, Block-D, Niketon, Gulshan-1, Dhaka, Bangladesh, ফোন: ৮৮ - ০১৯৭৪৫৫০০৯১