শাহজাদপুর পৌর নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী তরু লোদী জয়ী

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মেয়র পদে জয়ী হয়েছেন মনির আক্তার খান তরু লোদী।

সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৯টি ওয়ার্ডের এ পৌরসভার ২৫টি কেন্দ্রে ইলেক্ট্রনিক্স ভোটিং মেশিনের (ইবিএম) মাধ্যমে ভোট গ্রহণ করা হয়।ভোট শেষে রাতে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেন জানান, শাহজাদপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মনির আক্তার খান তরু লোদী ২৯ হাজার ৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মাহমুদুল হাসান সজল পেয়েছেন পেয়েছেন ১  হাজার ৮৮৭ ভোট।

শাহজাদপুর পৌরসভায় মেয়র পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মনির আক্তার খান তরু লোদী (নৌকা), বিএনপি মনোনীত মাহমুদুল হাসান সজল (ধানের শীষ), ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী ইমরান খন্দকার (হাত পাখা) ও জাতীয় পার্টি মনোনীত মোক্তার হোসেন ( লাঙ্গল)।

৯টি ওয়ার্ড নিয়ে পৌরসভার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ২৫টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। মোট ভোটার ছিল ৫১ হাজার ৮৬।

তবে কারচুপির অভিযোগে দুপুরের পর ভোট বর্জনের ঘোষণা দেন বিএনপির প্রার্থী।

House 57, Road-8, Block-D, Niketon, Gulshan-1, Dhaka, Bangladesh, ফোন: ৮৮ - ০১৯৭৪৫৫০০৯১