ফেনসিডিলসহ মোটর সাইকেল রেখে পালালেন আরোহী

জয়পুরহাটে একটি মোটরসাইকেল থেকে মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। এ সময় চালককে আটক করতে না পারলেও গাড়িটিকে জব্দ করেছে পুলিশ।

সোমবার দুপুর ১২ টার দিকে শহরের বাটার মোড় এলাকা থেকে মোটরসাইকেলটি জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ এ,কে,এম আলমগীর জাহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের বাটার মোড় এলাকায় একটি মোটর সাইকেলকে দাঁড়ানোর জন্য পুলিশ সিগন্যাল দিলে মোটর সাইকেলের দুই আরোহী গাড়িটি রেখে পালিয়ে যায়।

তিনি আরও জানান, এ সময় মোটর সাইকেল চালক পালিয়ে যান। তবে গাড়ির ভেতরে অভিনব কায়দায় রাখা ৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।


House 57, Road-8, Block-D, Niketon, Gulshan-1, Dhaka, Bangladesh, ফোন: ৮৮ - ০১৯৭৪৫৫০০৯১