জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় ট্রাকের চাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন।
বুধবার (১৩ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে সরিষাবাড়ী পৌর এলাকার পপুলার ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মুহাম্মদ ফজলুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- সরিষাবাড়ীর বড়বাড়িয়া এলাকার মোজাম্মেলের ছেলে সাইদুল ইসলাম (২০) ও একই এলাকার খোকন মিয়ার ছেলে আকাশ আলী (১৪)। নিহতরা সম্পর্কে চাচা ও ভাতিজা।
স্থানীয়রা জানান, সকালে সাইদুর ও আকাশ মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। ঘন কুয়াশায় পথে একটি ট্রাক সামনে থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে সাইদুর ও আকাশ গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে দুজনেরই মৃত্যু হয়।